বিষ মদের বলি ২১, অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ জন

author-image
Harmeet
New Update
বিষ মদের বলি ২১, অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ জন

নিজস্ব সংবাদদাতা : গুজরাটে বিষ মদ খেয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছিয়েছে ২১-এ। বোটাদ জেলার পুলিশ কন্ট্রোল রুম নিশ্চিত করেছে যে বোটাদে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। পাশাপাশি, প্রতিবেশী আহমেদাবাদ জেলার ধন্ধুকা তালুকের পাঁচজনের সোমবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। ভাবনগর, বোটাদ, বারওয়ালা এবং ধুন্ধুকার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৩০ জন। 

গুজরাট পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া এর আগে বলেছিলেন যে পুলিশ বোটাদ জেলা থেকে তিনজনকে আটক করেছে যারা নকল দেশীয মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত ছিল। পুলিশের মহাপরিদর্শক (ভাবনগর রেঞ্জ) অশোক কুমার যাদব জানান, ঘটনার তদন্তের জন্য এবং নকল মদ বিক্রেতাদের ধরতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-ব়্যাঙ্ক অফিসারের অধীনে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হবে।গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চও তদন্তে যোগ দিয়েছে।