বেহাল অবস্থা দমদমের দমকল কেন্দ্রর

author-image
Harmeet
New Update
বেহাল অবস্থা দমদমের দমকল কেন্দ্রর

নিজস্ব সংবাদদাতা: গরম থেকে বাঁচতে সম্বল কয়েকটি সিলিং ফ্যান। সেই ঘরেই ঠাসা রয়েছে রকমারি সামগ্রী, এমনকি দাহ্য পদার্থও। বৈদ্যুতিক তারের অবস্থাও তথৈবচ। এটি আসলে দমদমের দমকল কেন্দ্র। দমদম পুরসভার সামনেই রয়েছে কেন্দ্রটি। দমদম-সহ পার্শ্বস্থ এলাকায় কোনও অগ্নিকাণ্ড বা বিপর্যয় হলে এই কেন্দ্রের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ, আগুন সংক্রান্ত বিপদ থেকে অন্যদের রক্ষা করবেন কী, দমকলকর্মীরা নিজেরাই সুরক্ষিত নন। ওই দমকল কেন্দ্রের অবস্থা এমনই বেহাল যে, সেখানে বিপদ ঘটতে পারে যে কোনও সময়ে। এই কেন্দ্রে দু’টি বড় ইঞ্জিনের পাশাপাশি রয়েছে ছোট গাড়িও। সূত্রের খবর, এখানে কর্মীর সংখ্যা ৩০। একটি ঘরের মধ্যেই তাঁরা দফতরের কাজ করেন। একাংশে মজুত থাকে দমকলের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। আবার সেখানেই রয়েছে কর্মীদের বিশ্রামের জায়গা। অবিলম্বে কেন্দ্রটির সংস্কারের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।