ইউক্রেনে হিমার্সের গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

author-image
Harmeet
New Update
ইউক্রেনে হিমার্সের গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনারা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট ব্যবস্থার গোলাবারুদের একটি গুদাম ধ্বংস করেছে। সোমবার খেমেলনিতস্কি অঞ্চলের বগডাদোভতসিতে এই গুদাম ধ্বংস করা হয়।  রাশিয়া এর আগেও ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বেশ কয়েকটি হিমার্স ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে। তবে কিয়েভের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হয়েছে। কিয়েভ আশা করছে যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট সিস্টেমের মতো করে পশ্চিমা অস্ত্রের যোগান বাড়তে থাকলে তারা তাদের হারানো ভূমি পুনরায় দখল করে নিতে পারবে।