নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সজুড়ে শীতাতপ নিয়ন্ত্রিত দোকানগুলোকে দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। এই নির্দেশ অমান্য করলে ৭৫০ ইউরো জরিমানা দিতে হবে। দেশটির পরিবেশগত পরিবর্তন-বিষয়ক মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচের এই ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে তাপদাহের সময় এমন সিদ্ধান্ত নিয়েছিল গুরুত্বপূর্ণ কয়েকটি শহর। ফরাসী মন্ত্রী বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত দোকানের দরজা খোলা রাখার ফলে ২০ শতাংশ বেশি জ্বালানির ব্যবহার হয়। এটি অযৌক্তিক। এই বিষয়ে শিগগরিই একটি ডিক্রি জারি করা হবে। প্যারিস, লিয়নসহ বেশ কয়েকটি শহরে সম্প্রতি এমন নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে প্যারিসের সমাজতান্ত্রিক মেয়রও এমন সিদ্ধান্ত নেন। জ্বালানির অপচয় নিয়ে প্যারিসের উপ-মেয়র ড্যান লার্ট ক্ষোভ প্রকাশের পর পৌর পুলিশ রাজধানীতে ১৫০ ইউরো জরিমানা করা শুরু করেছে। ফ্রান্সে বিদ্যুতের দাম কম। মূলত পারমাণবিক বিদ্যুতের ব্যবহারের কারণে সস্তায় বিদ্যুৎ পেয়ে থাকেন ফরাসিরা। তবে রুশ গ্যাস সংকটের কারণে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি সংযম কর্মসূচি গ্রহণ করেছেন।