সেপ্টেম্বর নাগাদ খেরসনকে মুক্ত করার আশা ইউক্রেনের

author-image
Harmeet
New Update
সেপ্টেম্বর নাগাদ খেরসনকে মুক্ত করার আশা ইউক্রেনের

নিজস্ব সংবাদদাতাঃ আগামী সেপ্টেম্বর নাগাদ রাশিয়ার দখলদারিত্ব থেকে খেরসন অঞ্চলকে মুক্ত করার আশাবাদের কথা জানিয়েছে ইউক্রেন। গত ফেব্রুয়ারিতে এই অঞ্চলটির দখল নিয়েছিল রুশ সেনারা। ডিনিপ্রো নদীর তীরবর্তী এই এলাকাটিকে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেনীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে অঞ্চলটি পুনরুদ্ধার নিয়ে কথা বলেন খেরসন অঞ্চলের প্রশাসনিক প্রধানের সহকারী সের্গেই খলান। সেপ্টেম্বরের মধ্যেই ইউক্রেনীয় বাহিনী বাহিনী ফের অঞ্চলটি দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সের্গেই খলান বলেন, ‘আমরা বলতে পারি যে, সেপ্টেম্বরের মধ্যে খেরসন অঞ্চলটি অবশ্যই মুক্ত হবে এবং দখলদারদের যাবতীয় পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হবে।’