নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে গত দু’দিনে বিষমদ খেয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অন্তত ৮। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বোটাদ জেলার বরভলার কয়েকটি গ্রামে রবিবার থেকে বিষমদে ধারাবাহিক ভাবে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্টে পাকস্থলীতে বিষাক্ত মিথাইল অ্যালকোহলের উপস্থিতির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গুজরাত পুলিশের আইজি (ভাবনগর) অশোক কুমার যাদব সোমবার বলেন, ‘‘ঘটনার কারণ জানতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মৃতদের ভিসেরা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তা সামনে এলে মৃত্যুর কারণ জানা যাবে।’’ ইতিমধ্যেই জেলা উন্নয়ন আধিকারিক (ডিডিও) এবং তাঁর কর্মীদের, স্বাস্থ্য আধিকারিকদের একটি দল-সহ গ্রাম পরিদর্শন করতে বলেছে গুজরাত প্রশাসন। প্রাথমিক ভাবে পুলিশ কয়েক জনকে আটকও করেছে।