নিজস্ব সংবাদদাতাঃ উত্তাল শ্রীলঙ্কায় জনগণের ক্রোধের সম্মুখীন হয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন গোটাবায়া রাজাপাক্সা। সেখান থেকে তিনি সিঙ্গাপুরে গিয়ে আশ্রয় নেন। তবে এবার সিঙ্গাপুরেই গোটাবায়া রাজাপাক্সার বিরুদ্ধে দায়ের করা হল ফৌজদারি মামলা।
ইন্টারন্যাশেনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টের আইনজীবীরা ৬৩ পাতার একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে। শীঘ্রই গোটাবায়া রাজাপাক্সাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।