বেহাল রাস্তা সাড়াইয়ের দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
বেহাল রাস্তা  সাড়াইয়ের দাবিতে বিক্ষোভ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাস্তার বেহাল দশা। ধান গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ সবংয়ে। কর্দমাক্ত রাস্তায় আটকে যাওয়া টোটো ঠেলে তুললেন গ্রামের মহিলারা।পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ অঞ্চলের বাদলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কার্তিক ওঝার বাড়ি পর্যন্ত দেড় কিমি রাস্তার বেহাল দশা। গত দুই বছর ধরেই খানা খন্দ ও কর্দমাক্তে ভরা এই রাস্তা। আর এই রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার ওপর গ্রামের মানুষজন ধান গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে।

কিন্তু তাও কিছু সুরাহা হয়নি। পাশাপাশি দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুললো তারা। গ্রামবাসীদের দাবি, রাস্তা যদি চলাচলের যোগ্য না হয়,তাহলে ধান বাড়িই হোক। আমরা তাই ধানগাছ লাগিয়ে প্রতিবাদ জানালাম। দুদিন ধরে বৃষ্টি চলছে। সেই বৃষ্টি উপেক্ষা করেই এই অভিনব প্রতিবাদ চালিয়ে গিয়েছে গ্রামবাসীরা।পাশাপাশি রাস্তায় কাদার গর্তে আটকে যাওয়া টোটো গ্রামের মহিলারাই ঠেলে তুললেন। অপরদিকে এই ঘটনায় দেভোগ অঞ্চলের অঞ্চল প্রধান সুকুমার শিং, 'জানান আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে রাস্তা খারাপ। জেলা পরিষদ থেকে মাপঝোপ হয়েছে।বর্ষার পরেই রাস্তার কাজ শুরু হবে। কবে এই দুর্দশা মিটবে সেই দিকেই তাকিয়ে এই এলাকার মানুষজন।'