ভুবনেশ্বরেও পার্থর বিরুদ্ধে বিক্ষোভ শুরু!

author-image
Harmeet
New Update
ভুবনেশ্বরেও পার্থর বিরুদ্ধে বিক্ষোভ শুরু!

নিজস্ব সংবাদদাতা : হাইকোর্টের নির্দেশ মতোই স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম থেকে ভুবনেশ্বরের এইমসে পৌঁছলেন এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতারীকৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে তাকে হাসপাতালে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন বাংলার মানুষজন। বাংলার যে সকল রোগী ভুবনেশ্বরের এইমসে ভর্তি রয়েছেন, তাদর আত্মীয় পরিজনরা প্রশ্ন তোলেন পার্থকে এইমসে নিয়ে যাওয়া নিয়ে। উগড়ে দেন বিক্ষোভ। এদিকে মন্ত্রীমশাই যে ভালো নেই তা তিনি বুকে হাত দিয়ে বোঝালেন ভুবনেশ্বরে পৌঁছেই। সোমবার সকাল ৯টা ৫২ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫। ভুবনেশ্বরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গী ইডি-র অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের ২ জন ডাক্তার তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এয়ার অ্যাম্বুল্যান্সে ছিলেন ২ জন পাইলট ও ২ জন ক্রু।



প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটে প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স। কিন্তু অ্যাম্বুল্যান্সে ওঠা সম্ভব হয়নি। তাই শেষপর্যন্ত বিমানবন্দরের বাসে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় রানওয়েতে। তার আগে সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ ও র‍্যাফ। ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।