ভ্যাকসিন রথ রোধ করছে করোনার তৃতীয় ঢেউ

author-image
New Update
ভ্যাকসিন রথ রোধ করছে করোনার তৃতীয় ঢেউ

হরি ঘোষ, পশ্চিম বর্ধমান: করোনার তৃতীয় ঢেউকে রোধ করার জন্য তিনি নিয়েছিলেন একগুচ্ছ পরিকল্পনা, যার মধ্যে অন্যতম বাড়ি বাড়ি গিয়ে করোনার টীকাকরণের প্রয়োজনীয়তা সম্বন্ধে মায়েদের বিশেষ করে আদিবাসী মায়েদের সচেতন করে তোলা। একইসঙ্গে মাস্ক - স্যানিটাইজার - হ্যান্ড ওয়াশ ও স্যোসাল ডিস্টেন্স এর গুরুত্বকে তাদের সামনে তুলে ধরা। শুধু সচেতনতা নয় ভ্যাকসিন রথ উদবোধনের মাধ্যমে বাস্তবে প্রতিটি মায়ের  টীকাকরনকে সুনিশ্চিত করে পশ্চিম বর্ধমানের  প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিকে  সুরক্ষিত গ্রাম ( সেফ জোন) হিসাবে গড়ে তুলে করোনার তৃতীয় ঢেউকে রোধ করার এক অভিনব প্রয়াস নিয়েছেন তিনি। তাঁর এই ভ্যাকসিন রথ ও সুরক্ষিত অঞ্চলের পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেলো জবার মালতী পাড়া, উপর জবা,  বাউরি পাড়া, মোড় পাড়া, কাঁঠাল পাড়া, স্কুল পাড়া সহ সংলগ্ন আদিবাসী এলাকায়। এই কর্মকাণ্ডের কান্ডারী রাস্তার মাস্টার তথা তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপ নারায়ণ নায়ক। পশ্চিম বর্ধমান জেলার জবা আদিবাসী অঞ্চলকে প্রথম সুরক্ষিত গ্রাম ও তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়কে রাজ্যের প্রথম বিদ্যালয় হিসাবে মায়েদের করোনার টীকা লাগিয়ে নজির সৃষ্টি করলেন রাস্তার মাস্টার।