ছক্কা হাঁকিয়ে ভারতকে সিরিজ জেতালেন অক্ষর প্যাটেল

author-image
Harmeet
New Update
ছক্কা হাঁকিয়ে ভারতকে সিরিজ জেতালেন অক্ষর প্যাটেল

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে মায়ের্সের প্রথম বলে কোনও রান নিতে পারেননি অক্ষর। দ্বিতীয় বলে তিনি ১ রান নেন। তৃতীয় বলে সিঙ্গল নেন সিরাজ। সুতরাং, জিততে শেষ ৩ বলে ৬ রান দরকার ছিল ভারতের। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করেন অক্ষর প্যাটেল। ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটে ৩১১ রানের জবাবে ভারত ৪৯.৫ ওভারে ৮ উইকেট ৩১২ রান তুলে ম্যাচ জিতে যায়। ২ বল বাকি থাকতে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে টিম ইন্ডিয়া ১ ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ২০০৭ থেকে এপর্যন্ত গত দেড় দশকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরে-বাইরে টানা ১২টি ওয়ান ডে সিরিজ জিতল ভারত। ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অক্ষর প্যাটেল।