ফের দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগার থেকে তিন বিচারাধীন বন্দী পলাতক

author-image
Harmeet
New Update
ফের দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগার থেকে  তিন বিচারাধীন বন্দী পলাতক

হরি ঘোষ, দুর্গাপুরঃ রবিবার দুপুর প্রায় তিনটে নাগাদ তিন বন্দী দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। বিকেল চারটে নাগাদ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় উপসংশোধনাগারে৷ ডিআইজি কারা সহ অনান্য পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। পলাতক তিন বন্দীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। গত সাত বছর আগে একবার তিনজন বিচারাধীন বন্দী গেটের রক্ষীদের মাদক মেশানো খাবার খাইয়ে পালিয়ে গিয়েছিল।

                   

পলাতক তিন বন্দীর নাম ভূবন নিয়োগী, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রামনগরে।অন্ডাল থানায় ডাকাতির মামলা আছে ভূবনের বিরুদ্ধে। মহম্মদ শাহাবুদ্দিন, বাড়ি জামুড়িয়ার শ্রীপুর মোড়ে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে কুলটি থানা সহ দেওঘরে মধুপুর রেল পুলিশে ডাকাতির মামলা আছে। নেপাল মৃধা, বাড়ি ঝাড়খন্ডের জামতাড়া এলাকায়। পান্ডবেশ্বর থানায় নেপালের খুনের মামলা রয়েছে।