ইউক্রেনের ডনবাসে দুই মার্কিনি নিহত

author-image
Harmeet
New Update
ইউক্রেনের ডনবাসে দুই মার্কিনি নিহত

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাইডেন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দূতাবাসের সব সহযোগিতা দিচ্ছে। তবে মুখপাত্র তাদের মৃত্যুর পারিপার্শ্বিকতা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। প্রায় পাঁচ মাস ধরে রুশ আক্রমণের মুখে রয়েছে ইউক্রেন। মস্কো এই আক্রমণকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও পশ্চিমা সমর্থিত রুশবিরোধী জাতীয়তাবাদীদের হাত থেকে রক্ষায় বিশেষ সামরিক অভিযান বলছে। কিয়েভ ও পশ্চিমারা বলছে, রাশিয়া উসকানি ছাড়াই যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সতর্কতার পরও বেশ কয়েকজন মার্কিন নাগরিক স্বেচ্ছায় ইউক্রেনের পক্ষে অস্ত্র হাতে যুদ্ধ করছেন। মে মাসে বিদেশি যোদ্ধাদের দলে যোগ দিয়ে এক মার্কিন নাগরিক রণক্ষেত্রে নিহত হন।