নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চায় রাশিয়া। এ ইস্যুতে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়া ঠেকাতে এমন সমর্থন চাইছে মস্কো। যুদ্ধের মধ্যেই শনিবার মিশরের রাজধানী কায়রো ছুটে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কায়রোতেই আরব লিগের সদর দফতর অবস্থিত। সফরে এই জোটের স্থায়ী প্রতিনিধিদের উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকালে ল্যাভরভ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎ করেন। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।