সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: মাধ্যমিকে ৬৯৭ পেয়েও জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারলাম না, আক্ষেপ আলিপুরদুয়ারের অর্ঘদ্বীপ দেবনাথের। আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অর্ঘদ্বীপ দেবনাথ এবার মাধ্যমিকে ৬৯৭ পেয়েছে। ছোট বেলা থেকেই ক্লাসে প্রথম হয় অর্ঘদ্বীপ। করোনা বিধি নিষেধ থাকায় এবার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারেনি অর্ঘদ্বীপ। সেই আক্ষেপ রয়েছে। তবুও রেজাল্টে খুশি। আপাতত উচ্চমাধ্যমিক সম্পূর্ন করে জয়েন্ট দেবে। পরবর্তীতে কি করবে তা এখনও ঠিক করে উঠতে পারিনি অর্ঘদ্বীপ। বাবা তপন দেবনাথ রেলের অফিসার। মা কাবেরি দেবনাথ গৃহবধু। খুশি স্কুলের শিক্ষক থেকে প্রতিবেশীরা। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে স্কুলের হতাশা কাটিয়ে দিয়েছে অর্ঘদ্বীপ।