নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়ে গিয়েছে। সাংসদ, বিধায়কদের বিপুল ভোটে জয়ী হয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন মিটে গেলেও সম্মুখে এবার উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে বিরোধী জোটের রাজনৈতিক সমীকরণ। সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী শিবিরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা সমর্থনের জন্য আবেদন রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রবিবার দিল্লিতে মিলিত হন বিরোধী দলের নেতারা। সেখানে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবেন মার্গারেট আলভা। এবং তাঁকে উপরাষ্ট্রপতি পদে সমর্থনের জন্য আবেদন জানাবেন তিনি। তবে এই আবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দিলে বিরোধী ঐক্য নিয়ে তৃণমূল সুপ্রিমোর অবস্থানের বিরুদ্ধে হাতিয়ার করা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রে খবর, শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী নন, সমর্থনের আবেদন জানিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানা গিয়েছে।