গুজরাতে জারি রেড অ্যালার্ট, দুই রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডির

author-image
Harmeet
New Update
গুজরাতে জারি রেড অ্যালার্ট, দুই রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডির

নিজস্ব সংবাদদাতা : আগামী ৪৮ ঘণ্টায় গুজরাতের তিন জেলায় রেড অ্যালার্ট জারি করলো আইএমডি। সেই সঙ্গে রাজস্থান ও মধ্যপ্রদেশে ভারী বর্ষণ চলবে বলেই সতর্ক করলো ভারতের আবহাওয়া বিভাগ। ২৭ জুলাই থেকে ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমডি।


প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টিতে বানভাসী পরিস্থির শিকার হয়েছে গুজরাত ও মধ্যপ্রদেশ।আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ২৪-২৬ জুলাই পর্যন্ত গুজরাট, রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; ২৪-২৫ জুলাই এর মধ্যে উত্তর কোঙ্কন এবং মধ্য মহারাষ্ট্র, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার সংলগ্ন ঘাট এলাকা বৃষ্টিতে ভাসবে। গুজরাটের জন্য, আবহাওয়া অফিস কচ্ছ, বানাসকান্তা, ভালসাদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে; নবসারি, ডাঙ্গ, সুরাট, দ্বারকা, জামনগর, মরবি, পাটন, সুরেন্দ্রনগর এবং রাজকোটের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এরই মধ্যে ভোপাল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ভদভদা বাঁধ থেকে জল ছেড়েছে, এই অঞ্চলের জন্য জারি করা বৃষ্টির সতর্কতার বরাত দিয়ে। ভোপাল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রকৌশলী এম এ খান বলেন, "আমরা ৭টি গেট খুলে দিয়েছি। এলাকায় ভারী বৃষ্টির রেড অ্যালার্টে জলের স্তর আরও বাড়তে পারে। আমাদের 8 নম্বর গেটটিও খুলতে হতে পারে।"