রাহুল পাসোয়ান, বারাবনি: এইবার মাধ্যমিক পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০লক্ষ ৮৯হাজার ৭৪৯ জন। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেন ৭৯জন। যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বারাবনির গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউশনের ছাত্র সুমন দত্তের নাম উঠে আসে। তার এই সফলতায় খুশির ছায়া নেমে আসে সুমনের পরিবার সহ সমস্ত বারাবনি অঞ্চলে। ছাত্র সুমন দত্ত হলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা কার্তিক দত্ত হলেন গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউশনের প্যারা টিচার।ছেলের এই সাফল্যে খুশি বাবা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এই প্রসঙ্গে ছাত্র সুমন দত্ত বলেন, “যদি পরীক্ষা হতো তবে হয়তো আরো ভালো হতো। আমার লক্ষ্য ইতিহাস নিয়ে আগামী দিনে আরো এগিয়ে যাওয়া।“