সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: “জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আরও বেশী অভিযোগ ছিল। কিন্তু মুষ্টিমেয় কিছু জেলাতেই মানবাধিকার কমিশন পৌঁছতে রাজ্যের মোট পাঁচটি জেলাতেই কমিশন পৌছতে পেরেছে।অন্যান্য জেলা গুলোতেও ঠিক একই ভাবে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে,” আলিপুরদুয়ারের পাঁচ বিধায়কদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন আলিপুরদুয়ারের জেলা বিজেপির আহ্বায়ক ভূষণ মোদক। বিজেপির আহ্বায়ক ভূষণ মোদক বলেন, "জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে স্পষ্ট প্রমাণিত রাজ্যে ভোট পরবর্তীতে কতটা সন্ত্রাস করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের কুমারগ্রাম দুয়ার, মাদারিহাট, ফালাকাটাতে রাজনৈতিক সন্ত্রাস এখনো অব্যাহত। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে সঠিক ভাবে আইনিপদক্ষেপ নিচ্ছেনা রাজ্য সরকারের প্রশাসন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লঘু আইনি ধরা দিচ্ছে প্রশাসন। স্বাভাবিকভাবেই এখানে আইনের শাসন মানা হচ্ছে না, শাসকের শাসন চালানো হচ্ছে।"