জিএসটির প্রতিবাদে মুড়ি বিতরণ কর্মসূচি তৃণমূলের

author-image
Harmeet
New Update
জিএসটির প্রতিবাদে মুড়ি বিতরণ কর্মসূচি তৃণমূলের

হরি ঘোষ, দুর্গাপুর : মুড়ির ওপর জিএসটির প্রতিবাদে শিল্পাঞ্চলে মুড়ি বিতরণ করে অভিনব কর্মসূচি তৃণমূলের। গত কয়েকদিন আগে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর লাগু হয় জিএসটি। এরই পাল্টা দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায় ৯নং ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব চপ মুড়ি বিতরণ করে পথ চলতি মানুষকে। গলায় ঠোঙ্গা পরে আন্দোলন শুরু করেন তারা। মুড়ির ওপর জিএসটি বসিয়ে পেটে মারার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ প্রতিবাদকারীদের।

মুড়ির সঙ্গে জিএসটি লাগু হয়েছে চিঁড়ে, গুড়, মুড়ি, দই এর ওপরেও। যার জেরে বাড়তে চলেছে দাম। সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষেরই মুড়ি অত্যন্ত প্রিয়। মুড়ির ওপর এভাবে জিএসটির বসানোয় চরম সমস্যার মুখে পড়তে হবে, সেই আশঙ্কাই সাধারণ মধ্যবিত্ত মানুষের। এলাকার তৃণমূল নেতৃত্ব জানায় যে অবিলম্বে জিএসটি বাতিল করতে হবে। অবিলম্বে জিএসটির কর বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ার দেয় তারা।