সংকীর্ণ জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের

author-image
Harmeet
New Update
সংকীর্ণ জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের

হরি ঘোষ, জামুড়িয়া : রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলছে তেল চুরির কারবার। জামুরিয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর সারসার লরি ডাম্পার, ট্রেলার দাঁড়িয়ে। সংকীর্ণ রাস্তা দিয়ে পথচারী বা মোটরবাইক আরোহী ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাড়ছে দুর্ঘটনা। শনিবার একই কারণে দুর্ঘটনার বলি হল ২১ বছর বয়সী সৌরভ ঘোষ নামক ছাত্র। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সৌরভের। গুরুতর জখম আরেক বাইক আরোহী। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ, মর্মান্তিক দুর্ঘটনার পরেও গাড়ি দাঁড় করিয়ে চলছে তেল চুরির কারবার। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় ও স্থানীয়রা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা। এই ৬০ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ রয়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর এই অবৈধ কারবার নিয়ে এবার সরব হলেন স্থানীয়রা অবিলম্বে গাড়ি দাঁড় করিয়ে ডিজেল চুরির যে কারবার তা বন্ধের দাবি তোলেন তারা। রবিবার রাতেই পথ অবরোধ শুরু হয়।ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন জামুরিয়ার কনুস্তোরিয়া কাটা মোড় এলাকায়। অবিলম্বে এই অবৈধ কারবার বন্ধের দাবি তোলেন তারা। আর সংকীর্ণ জাতীয় সড়ক যেন প্রশস্ত হয় তারও দাবি জানান। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল জাতীয় সড়কে।