দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: বর্ষা উপভোগ করছে রাজ্যবাসী। সারা দিন ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। কোথাও হচ্ছে মুষলধারে, তো কোথাও আবার ঝিরিঝিরি। এরকম আবহাওয়ায় রসনাতৃপ্তদের মন টানে ইলিশে। মাছ ভাত খেতে যারা ভালোবাসেন তাদের জন্য সুখবর। ইলিশের সহায়ক হল নিম্নচাপ। দীঘা মোহনাতে মৎস্য চাষীদের জালে উঠলো প্রচুর পরিমাণ ইলিশ। যার জেরে বাজারগুলিতে দেখা মিলছে রূপোলি শস্যের।
এর আগে মঙ্গলবার ঘার বাজারে ১০ টনের বেশি ইলিশ উঠেছিল। যার ফলে আশা করা যাচ্ছে, শহর ও শহরতলিতে ইলিশের দাম কিছুটা কমবে। তবে, দিঘাকে টেক্কা দিচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারও। এখানেও ৫০-৬০ টনের ইলিশ উঠেছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি থাকলে মধ্যবিত্ত বাঙালির হেঁশেলে ঢুকবে ইলিশ। দামও নাগালের মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে।