চায়ের সঙ্গে খাওয়া যাবে ভাঁড়‌-ও!

author-image
Harmeet
New Update
চায়ের সঙ্গে খাওয়া যাবে ভাঁড়‌-ও!

নিজস্ব প্রতিনিধিঃ চায়ের সঙ্গে চিবিয়ে খাওয়া যাবে ভাঁড়‌-ও! অবিশ্বাস্য হলেও সত্যি। এরকমই এক অভিনব চা নিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের চাওয়ালা নিশীথ। আর সেটা ঘিরেই যথেষ্ট উদ্দীপনা মেদিনীপুর শহরে। উল্লেখ্য, বছর ৩৫-এর নিশীথ এক সময় মডেলিং ও অভিনয় জগতে কাজ করতেন। কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে হঠাৎ কাজ হারিয়ে ফেলেছিলেন তিনি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও তিনি আবার তাঁর স্বপ্নের জগত ফিরে পাননি।

 



দীর্ঘ দু'বছর পর সিনেমা জগত থেকে পুরোপুরি দূরে সরে যান নিশীথ। উপার্জনের কোনো পথ না পেয়ে অবশেষে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি ফ্লাই ওভারের নীচে ‘চায়ে পে চর্চা’ নামে একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন। সেই ‘চায় পে চর্চা’তে ভিন্ন ভিন্ন স্বাদের চা, কোলড্রিংস বিক্রি করে পরিবার ও পরিজনের জীবন-জীবিকা নির্বাহ করছেন। আর এই চায়ে পে চর্চাতে প্রতিদিনই সন্ধ্যেবেলা থেকে হাজির হন মেদিনীপুর শহরের তরুণ-তরুণী থেকে বয়স্ক-বয়স্করা।