বেহাল রাস্তায় পোঁতা হল ধান গাছ

author-image
Harmeet
New Update
বেহাল রাস্তায় পোঁতা হল ধান গাছ

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ অঞ্চলের বাদলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কার্তিক ওঝার বাড়ী পর্যন্ত দেড় কিমি রাস্তার বেহাল দশা। গত দুই বছর ধরে খানাখন্দ ও কর্দমাক্ত এই রাস্তা। আর এই রাস্তা সারাইয়ের দাবীতে শনিবার রাস্তার ওপর গ্রামের মানুষজন ধান গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালেন। পাশাপাশি দ্রুত রাস্তা সারাইয়ের দাবী তোলা হয়েছে। গ্রামবাসীদের দাবী, "আমরা তাই ধানগাছ লাগিয়ে প্রতিবাদ জানালাম।" 

সকাল থেকেই বৃষ্টি চলছে। সেই বৃষ্টি উপেক্ষা করে এই অভিনব প্রতিবাদ দেখানো হয়েছে। রাস্তায় কাদার গর্তে আটকে যাওয়া টোটো, গ্রামের মহিলারাই ঠেলে তুললেন। অপরদিকে এই ঘটনায় দেভোগ অঞ্চলের অঞ্চল প্রধান সুকুমার শিং জানান, "আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে রাস্তা খারাপ। জেলা পরিষদ থেকে মাপজোক করা হয়েছে। বর্ষার পরেই রাস্তার কাজ শুরু হবে।" কবে এই দুর্দশা মিটবে সেই দিকেই তাকিয়ে এই এলাকার মানুষজন।