নেহা কেন প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি?

author-image
Harmeet
New Update
নেহা কেন প্রকাশ্যে আনেননি মেয়ের ছবি?

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয়বার সন্তানসম্ভবা বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। তবে দ্বিতীয়বার মা হতে চললেও প্রথম কন্যাসন্তান মেহের-এর ছবি এখনও প্রকাশ্যে আনেননি দম্পতি। দ্বিতীয় সন্তানের খুশিতে ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিও শেসন করেছিলেন নেহা এবং স্বামী অঙ্গদ বেদি। সেখানেই তাদের একজন অনুরাগী জিজ্ঞাসা করেন, মেহেরের ছবি প্রকাশ্যে না আনার কারন। তার উত্তরে অঙ্গদ জানান, মেহের এখনও অনেক ছোট। বড় হলে সে নিজেই সিদ্ধান্ত নেবে নিজের বিষয়ে।