মেদিনীপুর সদরে চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযান, একাধিক আটক

author-image
Harmeet
New Update
মেদিনীপুর সদরে চোলাই মদের বিরুদ্ধে পুলিশের অভিযান, একাধিক আটক

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করা হল দুই ব্যক্তিতে। ঘটনাটি মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা এলাকায়। সম্প্রতি বর্ধমানের পর হাওড়ায় বিষমদ কাণ্ডে মৃত্যু হয় ১৩ জনের। তারপরই পুলিশ ও আবগারী দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগেও বিষমদে বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরও রমরমিয়ে চোলাই মদের কারবার চলছে বলে অভিযোগ। 



যদিও পশ্চিম মেদিনীপুরে পুলিশের দাবি, নিয়মিত অভিযান চলে চোলাই মদের বিরুদ্ধে। শুক্রবার রাতে গুড়গুড়িপাল থানার চিলগোড়া, গুড়গুড়িপাল সহ বিভিন্ন এলাকায় চোলাই ভাঁটিতে অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে কয়েক হাজার লিটার চোলাই মদ। বাজেয়াপ্ত করা হয়েছে তৈরির উপকরণ। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। চোলাই সহ সমস্ত ধরণের মদ ও মাদকদ্রব্য বন্ধের দাবি তুলেছে এসইউসিআই দলের যুব ও মহিলা সংগঠন ডিওয়াইও এবং মহিলা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের বক্তব্য, "মদের জন্য ঘরে ঘরে অশান্তি, নারী নিগ্রহের ঘটনা লেগেই আছে। বাড়ির বাইরে মেয়েদের নিরাপত্তা নেই, ধর্ষণ-খুন বাড়ছে। বিহারের মতো এ রাজ্যে মদ নিষিদ্ধ করতে হবে।"