হরি ঘোষ, অন্ডাল : অন্ডালের শিশু হত্যার ঘটনার পুনঃনির্মাণের জন্য শনিবার শিশু খুনের ঘটনায় অভিযুক্ত মহিলা সহ চারজনকে অন্ডালের মাধবপুর এলাকায় ঘটনার পুনঃনির্মাণের জন্য নিয়ে এল পুলিশ। সমস্ত ঘটনার তদারকি করলেন এসিপি অন্ডাল।
প্রসঙ্গত, অন্ডালের শিশু খুনের ১১ দিনের মাথায় গ্রেফতার করা হয় এক মহিলা সহ চারজনকে ।অন্ডাল থানার অন্তর্গত কাজোরা পঞ্চায়েতের মাধবপুর এলাকায় চলতি মাসের ১০ তারিখ বাড়ির কাছাকাছি জঙ্গল থেকে উদ্ধার হয় সৌরভ বাউরী (৭) নামে একটি শিশুর মৃতদেহ । মৃতদেহ উদ্ধারের আগে শিশুটি চার দিন নিখোঁজ ছিল বলে পরিবারের তরফে জানানো হয়। মৃতদেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন । সৌরভকে খুন করা হয় বলে পরিবারের পক্ষে অন্ডাল থানায় লিখিত অভিযোগ করা হয়। দোষীদের শীঘ্রই শাস্তির দাবিতে এই ঘটনায় বাউরী সমাজের লোকেরা দফায় দফায় অন্ডাল থানায় বিক্ষোভ দেখায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অন্ডাল থানার পুলিশ তড়িঘড়ি শুরু করে দেয় তদন্ত । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে এলাকার বেশ কিছু জায়গায় সাধারণ পোশাকে পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়। এবং তাতেই মেলে সাফল্য। শিশু খুনের ১১ দিনের মাথায় অন্ডাল পুলিশের জালে ধরা পড়ে শিশু খুনের অভিযুক্তরা।এই ঘটনায় বৃহস্পতিবার সকালে অন্ডালের মাধবপুর এলাকা থেকে যশোদা বাউরী, উমেশ বাউরী, রোহন বাউরী ও গণেশ বাউরী নামে চার অভিযুক্তকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ । তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্তদের জেরা করে মিলতে পারে আরো অনেক তথ্য । তাই মহামান্য আদালতের কাছে অভিযুক্তদের দশদিনের পুলিশ হেফাজতের আবেদন জানালে অন্ডাল থানার পুলিশের আবেদন মঞ্জুর করেন বিচারপতি। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে।