নিজস্ব সংবাদদাতাঃ চরম খাদ্য সংকটের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই জুন পর্যন্ত শ্রীলঙ্কার খাদ্যের মূল্যস্ফীতি ৮০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে এই শতাংশ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক আব্দুর রহিম সিদ্দিকী।
তবে শ্রীলঙ্কার এই চরম দুঃসময়ে শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিল বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক আব্দুর রহিম সিদ্দিকী।
তিনি জানান বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় শ্রীলঙ্কার ৩.৪ মিলিয়ন মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করা হবে।