প্রাক্তন বিধায়কের স্কুলের জমি নিয়ে তৃণমূল-বিজেপি তরজা

author-image
New Update
প্রাক্তন বিধায়কের স্কুলের জমি নিয়ে তৃণমূল-বিজেপি তরজা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর স্কুলের জমি নিয়ে জোরালো অভিযোগ তুললেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।  প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে আদিবাসী জমি দখল করে বেসরকারি স্কুল করেছেন। সোমবার আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার বাড়ির জমি এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর দুই জেলার জেলাশাসককে লিখিত অভিযোগের পর মঙ্গলবার পাল্টা অভিযোগ বিজেপির এই বিধায়কের। আলিপুরদুয়ারের জেলা বিজেপি কার্যালয় অফিসে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তুলেন বিধায়ক মনোজ টিগ্গা। আগামী দিনে এই আদিবাসী  জমি উদ্ধার না-করে দিলে বৃহত্তর আন্দলোনের পথে হাটবে বিজেপি। সবমিলিয়ে আলিপুরদুয়ারে  বিজেপি-তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পারদ নতুন করে চড়ছে।