পুলিশের উদ্যোগে সৃজন প্রকল্পের উদ্বোধন

author-image
Harmeet
New Update
পুলিশের উদ্যোগে সৃজন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত পাতিনা এলাকায় শুক্রবার শুরু হল সৃজন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ওখানে কাজ করে উপার্জন করতে পারবেন। শুক্রবার এই সৃজন প্রকল্পের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।



জানা গিয়েছে, এই প্রকল্পের মধ্য দিয়ে সহায়ক দলের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মাশরুম চাষ করিয়ে বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বনির্ভর করা হবে। পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, 'নয়াগ্রাম ও গোপীবল্লবপুর ব্লক নিয়ে মোট ২৬ টি পরিবারকে নিয়ে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছি। তবে আগামী দিনে পুরো ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু করবো।' ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা আরও বলেন যে মাশরুমের চাহিদা রয়েছে বিভিন্ন মার্কেটে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাশরুম চাষ করার জন্য সৃজন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে সাহায্য করা হবে। আগামী দিনে এই এলাকার পিছিয়ে পড়া দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে সাবলম্বী করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন যে যারা চোলাই মদের সাথে যুক্ত তাদেরকে চোলাই মদ তৈরি ও বিক্রি করা বন্ধ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার আবেদন জানানো হয়েছে। সৎ ভাবে তারা যদি উপার্জন করতে চায় তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে। আগামী দিনে চোলাই মদের ব্যবসা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ ও আবগারি দফতরের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন।