নিজস্ব প্রতিনিধি-সকাল থেকেই কলকাতার আকাশ জুড়ে কখনও রোদ,তো কখনও মেঘের খেলা। মাঝে মাঝেই ঝেঁপে আসছে বৃষ্টি, আবার কখনো ঝোড়ো হওয়ার সঙ্গে আকাশ জুড়ে কালো মেঘ। বিগত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে বিরাজ করছে এইরকম আবহাওয়া। একইসঙ্গে বাংলা জুড়ে বৃষ্টির ঘাটতি মেটার কোন ইঙ্গিত দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। এদিকে উত্তরবঙ্গেও কমছে বৃষ্টিপাত।আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে বলেই খবর রয়েছে।
পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থকবে ৯১ শতাংশ। তার পাশাপাশি কলকাতার আকাশ মেঘলা থাকবে।আলিপুর আবহাওয়া দপ্তর এর মতে আগামী পাঁচ দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।