হরি ঘোষ, পশ্চিম বর্ধমান: বেসরকারি হাসপাতালের মালিকানার সঠিক তথ্য না পাওয়ার অভিযোগ। আগামী দশ দিনের মধ্যে লাইসেন্স নবীকরণ বাতিল করে হাসপাতাল বন্ধ করার নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের। হাসপাতালের উপর আবাসন নিয়েও আবাসিকদের ক্ষোভ, আদালতে মামলা দায়ের।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকস থানা এলাকার বামুনারার কাছে "দি নেশন হাসপাতাল"কে আগামী দশ দিনের মধ্যে বন্ধের নোটিশ দিল জেলা স্বাস্থ্য দফতর। অভিযোগ, এই হাসপাতালের লাইসেন্স নবীকরণের সময় যে যে নথির প্রয়োজন, সেগুলো ঠিক না থাকায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিক। বানিজ্যিক বিল্ডিং-এ হাসপাতাল, কে মালি আর কে ভাড়াটে সেটা খোলসা করে লেখা না থাকার অভিযোগ। কোভিড চিকিৎসা এই আবাসন এলাকায় হয় কী করে সেই নিয়েও জানতে চাওয়া হয়েছে।
একই বিল্ডিং-এর নিচের তিনটে তলা হাসপাতালের জন্য ব্যবহৃত হচ্ছে, বাকি উপরের আট তলা আবাসন, অর্থাৎ আবাসিকদের জন্য বিক্রি করা হয়েছে। এই বিল্ডিং তৈরি হয়েছিল আবাসিকদের থাকার জন্য। হাসপাতাল তৈরি হয় ২০২০ সালে। এর ফলে একই বিল্ডিং -এ বসবাসকারী আবাসিকরা উচ্চ আদালতে মামলা দায়ের করেন। প্রশ্ন উঠেছে একই আবাসনে কীভাবে নিচে হাসপাতাল, উপরে মানুষের বসবাসের জায়গা হয়।
জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, যেহেতু এই হাসপাতালের নথিপত্র ঠিক নেই, তাই আপাতত ৩১ জুলাই-এর মধ্যে বন্ধ করে দিতে নোটিশ দেওয়া হয়েছে। এই হাসপাতাল বন্ধে সাময়িক খুশি আবাসিকরা। এছাড়াও এই বিল্ডিং এ বসবাসকারী আবাসিকদের অভিযোগ, এই আবাসনে ওঠার জন্য লিফ্ট একটাই, সিঁড়ি একটা, সেটাও সরু, ব্যবহারের অযোগ্য। কোভিডের সময় এই হাসপাতালের রোগীর মৃত্যু চোখের সামনে হয়েছে। মৃতদেহ ফেলে রাখা হত যেখানে সেখানে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলা তো দূরের কথা, ছবি তুলতেও বাধা দেওয়া হয়।