নিজস্ব প্রতিনিধি-দীর্ঘ প্রায় সাত ঘন্টার প্রবল বৃষ্টিপাতের জেরে লাহোর তথা পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরে নাগরিক পরিষেবাগুলিকে বিপর্যস্ত এবং ব্যাহত করেছে৷বৃহস্পতিবার শহরটি বজ্রঝড়ের সঙ্গে প্রবল বর্ষণ প্রত্যক্ষ করেছে।আবহাওয়া মনোরম হয়ে উঠলেও এলাকা আর্দ্র ছিল।
ট্রান্সফরমারে ত্রুটির কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।নগরীর নিচু এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।স্থানীয় সুত্রের খবর, বৃষ্টির জলে রাস্তাগুলো তলিয়ে গেছে যা যান চলাচলে প্রভাব ফেলেছে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) উদ্ধৃতি দিয়ে মিডিয়া জানিয়েছে, গত চার সপ্তাহে পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে পৃথক বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১৬০ জন নারী ও শিশুসহ অন্তত ২৮২ জন নিহত হয়েছে।