নিজস্ব সংবাদদাতাঃ গাঁজা এবং ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করল বিএসএফ। বিগত ১৯জুলাই, ২০২১ দক্ষিণবঙ্গ সীমান্তর বিএসএফ জওয়ানরা ২ জন ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করে এবং বিভিন্ন জায়গা থেকে ৮.২ কেজি গাঁজা, ৩৬ বোতল ফেনসিডিল এবং ৩৫ বোতল মদ বাজেয়াপ্ত করেছে । নিষিদ্ধ এই সমস্ত পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে খবর। সীমান্ত সুরক্ষা বাহিনী গোয়েন্দা শাখার তরফ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এদিন জওয়ানরা ২ সন্দেহভাজনকে হাতে তিনটি প্লাস্টিকের বান্ডিল নিয়ে আসতে দেখে। জওয়ানরা তাদের থামতে বললে তারা পালাতে শুরু করে। জওয়ানরা তাদের তাড়া করার পরে একজনকে গ্রেফতার করে, আর অন্যজন ঘন ঝোপের আড়ালের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। এরপরে আশপাশের অঞ্চল তল্লাশির সময় তিনটি প্লাস্টিকের বান্ডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে গাঁজা পাচারের চেষ্টা করার সময় ১ ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করতে সফল হয়।