নিজস্ব প্রতিনিধি-বলিউড অভিনেতা সলমন খান ব্যক্তিগত সুরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে মুম্বই পুলিশের কাছে একটি আবেদন জমা দিয়েছেন বলে সূত্রের খবর।গত মাসে মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সলমন খান এবং তার বাবা সেলিম খানকে সম্বোধন করা একটি হুমকিভরা চিঠির পরে তার এই পদক্ষেপ।
সলমন খান শুক্রবার, (২২ শে জুলাই) মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেন, তাকে এবং তার বাবাকে সম্বোধন করা হুমকি চিঠির বিষয়ে কথা বলেন।বলিউড অভিনেতা অস্ত্র লাইসেন্স চেয়ে একটি আবেদনও জমা দিয়েছেন, সূত্র জানিয়েছে।