মজুরদের থাকার ঘরে অগ্নিকাণ্ড

author-image
Harmeet
New Update
মজুরদের থাকার ঘরে অগ্নিকাণ্ড

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : চাষের কাজের জন্য আসা মজুরদের থাকার চালাঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাঁকরা ভাটপাড়া গ্রামে। ভাটপাড়া গ্রামের হিমাংশু অধিকারী নামে এক ব্যক্তির বাড়িতে চাষের কাজের জন্য লালগড় থেকে আসা বেশ কয়েকজন মজুর হিমাংশুবাবুর একটি টিনের ছাউনির চালার ঘরে আশ্রয় নিয়ে থাকতেন। চাষের কাজ সেরে সেখানেই ওই মজুররা থাকা খাওয়া করতেন বলে জানা যায়। অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরেও ওই চালার ঘরে রান্না করেন মজুররা।

এদিন দুপুর নাগাদ হঠাৎ ওই চালাঘরে আগুন লাগার ঘটনা ঘটে আর সেই আগুন নিমেষে পাশে থাকা ৫ টি খড়ের গাদায় ছড়িয়ে পড়ে এবং তা দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি গ্রামবাসীরা ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়, ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় চালাঘরের ভিতরে থাকা মজুরদের জিনিসপত্র, এমনকি টাকা পয়সাও আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যায়। বেশকিছুক্ষণের চেষ্টায় গ্রামের মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাটপাড়া গ্রামে।