দিনে দুপুরে দুঃসাহসিক ছিনতাই

author-image
Harmeet
New Update
দিনে দুপুরে দুঃসাহসিক ছিনতাই

নিজস্ব প্রতিনিধি-দীর্ঘ দু-বছর ধরে আগরতলা শহর জুড়ে চুরির ঘটনার সাক্ষী কম বেশি সবাই হয়ে আসছেন।করোনার বাড়বাড়ন্তের পরে চোরের সংখ্যাও বেড়েছে আগরতলা শহর জুড়ে।সেই সঙ্গে বলা বাহুল্য তার পিছনে অন্যতম আরও একটি কারণ রয়েছে 'নেশা'।এই নেশা যত বাড়ছে সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে চোর ছেচরার উপদ্রোপ বাড়ছে ক্রাইম রেট। আজ দুপুর ৪টে নাগাদ ফের দুঃসাহসীকর চুরির চাক্ষুষ প্রমান পেল আগরতলা শহরের বাধারঘাট নামক এলাকা।



সেই এলাকার মাতৃ পল্লী শিতলা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলেন এক স্থানীয় মহিলা ঠিক তখনই বাইকে করে এসে সেই মহিলার গলা থেকে হঠাৎই সোনার চেইন ধরে টান মারে সেই চোর।মহিলার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা ছুটে আসেন সেই সঙ্গে হাতেনাতে পাকড়াও করে সেই চোরকে, সুত্রের খবর তার নাম হরিধন ভৌমিক বাড়ি আগারতলার ওএনজিসি এলাকায়।তার কাছ থেকে মিলেছে নেশার দ্রব্য (ইঞ্জেকশন), এডিনগর পুলিশ এসে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তাকে।