জমি মামলায় ক্ষতিপূরণ মেলেনি, মুখ্যসচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ

author-image
Harmeet
New Update
জমি মামলায় ক্ষতিপূরণ মেলেনি, মুখ্যসচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৯ জুলাই আদালতে গিয়ে সশরীরে হাজিরা দিতে হবে মুখ্যসচিবকে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ। কাটোয়ায় জমিদাতাদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় আদালতে ডেকে পাঠানো হয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। উল্লেখ্য, কাটোয়ায় একটি জেটিঘাট তৈরি করার জন্য শুভা সাহা সহ মোট তিনজনের থেকে জমি নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, সেই জমি দেওয়ার জন্য তাঁরা কোনও ক্ষতিপূরণ পাননি। আর এই নিয়েই মামলা। আদালতে গিয়ে ব্যক্তিগতভাবে হাজিরা দিয়ে মুখ্যসচিবকে জানাতে হবে কেন আদালত বার বার বলা সত্ত্বেও তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।