দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঝুরি কোদাল হাতে ঝিলের বাঁধ কাটলো সবংয়ের রামভদ্রপুর এলাকার কৃষি ও কৃষক বাঁচাও কমিটি।পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রামভদ্রপুর এলাকায় ঝিল সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। ঝিল মালিকদের সঙ্গে কিছু অনিচ্ছুক চাষীদের মতবিরোধের জন্য মামলাও চলছে। কিছু অনিচ্ছুক চাষী, যারা ঝিল তৈরির জন্য জমি দেবেন না, তাদের নিয়ে তৈরি হয়েছে রামভদ্রপুর কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। বর্ষার জল ধীরে ধীরে ঝিলে জমা হওয়ায় অনিচ্ছুক চাষীদের চাষের জমি ডুবছে। আর তাই ঝুরি কোদাল হাতে সংগঠনের বেশ কিছু লোক ঝিলের বাঁধ কাটলো।
সংগঠনের অন্যতম সদস্য চন্দন গুছাইত জানান, 'আমরা প্রশাসনের কাছে বার বার গিয়েছি। জেলা শাসকের কাছে গিয়েছি। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না।এই মামলা চলছে। কিন্তু অনিচ্ছুক চাষীদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। চাষের ক্ষতি হচ্ছে। তাই চাষীরা এই ঝিলের বাঁধ কেটে দিয়েছে।' যদিও এই নিয়ে তৃণমূল, সিপিএমের রাজনৈতিক চাপান উতোর আছে। তবে তা সরাসরি এখনও প্রকাশ্যে আসেনি।ঝিল নিয়ে আগামীদিনে রামভদ্রপুরের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।