বিক্ষোভকারীদের শিবিরে হানা শ্রীলঙ্কার সেনার, সংঘর্ষে আহত ৫০

author-image
Harmeet
New Update
বিক্ষোভকারীদের শিবিরে হানা শ্রীলঙ্কার সেনার, সংঘর্ষে আহত ৫০

নিজস্ব সংবাদদাতাঃ   শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য তৎপর সিংহলী সেনা বাহিনী। কলম্বোয় সরকার বিরোধী বিক্ষোভকারীদের যে শিবির রয়েছে, শুক্রবার সাতসকালে সেখান তল্লাশি চালায় সেনা বাহিনী। সিংহলী সেনা বাহিনী যাতে বিক্ষোভকারীদের শিবিরে প্রবেশ করতে না পারে, তার জন্য তাদের বাধা দেওয়া হয়। সেই সময় শ্রীলঙ্কার সেনা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। যার জেরে ৫০ জন আহত হন বলে খবর। ঘটনার জেরে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। তাঁদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ক্ষমতায় আসার পর যেভাবে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করা হচ্ছে, তা পুরোপুরি পরিকল্পিত। তবে ক্ষমতার এই প্রদর্শন অত্যন্ত নিম্নমানের বলেও কটাক্ষ করেন বিক্ষোভকারীরা।