দীনেশ গুনবর্ধনেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিতে পারেন বিক্রমসিংহে

author-image
Harmeet
New Update
দীনেশ গুনবর্ধনেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিতে পারেন বিক্রমসিংহে

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দীনেশ গুনবর্ধনেকে বেছে নিতে পারেন সেদেশের প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। বৃহস্পতিবার রনিল সেদেশের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন। দীনেশ শ্রীলঙ্কায় রাজাপাক্ষের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বিক্রমসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই কাজ চালাবেন। বিক্রমসিংহে ইতিমধ্যেই দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলো এখনও এ ব্যাপারে কোনও সদুত্তর দেয়নি। বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা বৃহস্পতিবার অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিক্রমসিংহের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে তিনি টুইটে করে জানান পার্লামেন্টে ঐকমত্য হওয়া সবচেয়ে জরুরি। তিনি লেখেন, ‘রাজনৈতিক সুযোগসন্ধানীদের মন্ত্রিত্ব বিলি করার চেয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’