নিজস্ব সংবাদদাতাঃ অর্থনৈতিক সংকটের জেরে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হয়েছেন রনিল বিক্রমাসিংহে।
তবে রাষ্ট্রপতি হিসাবে রনিল বিক্রমাসিংহেকে মেনে নিতে নারাজ বহু শ্রীলঙ্কান। ফলে ফের বিক্ষোভে সামিল হয়েছেন শ্রীলঙ্কাবাসী। কলম্বোতে রাষ্ট্রপতি সচিবালয়ের প্রাঙ্গনে বিক্ষোভকারীরা ব্যারিকেড স্থাপন করে শিবির গড়ে তোলে।
তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিক্ষোভকারীদের শিবির ধ্বংস করেছে শ্রীলঙ্কান সশস্ত্র সৈন্যদল। রনিল বিক্রমাসিংহের রক্ষার্থে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার জন্য এই সশস্ত্র সৈনদের মোতায়ন করা হয়েছে।