পশ্চিমবঙ্গে ১ টি নয় ৪ টি ক্রস ভোট এসেছে দ্রৌপদি মুর্মুর পক্ষে, দাবি শুভেন্দুর

author-image
Harmeet
New Update
পশ্চিমবঙ্গে ১ টি নয় ৪ টি ক্রস ভোট এসেছে দ্রৌপদি মুর্মুর পক্ষে, দাবি শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতাঃ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দ্রৌপদি মুর্মু। তার জয়ে আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। দেশ জুড়ে ক্রস ভোট এসেছে দ্রৌপদি মুর্মুর পক্ষে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্বেই দাবি করেছিলেন রাজ্যে ক্রস ভোট হবে দ্রৌপদি মুর্মুর পক্ষে। তবে তৃণমূল দাবি করেছিল উল্টে বিজেপির ভোট পাবে বিরোধী দল।






 শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজ্য থেকে দ্রৌপদি মুর্মু ৭০ এর বেশি ভোট পেলে ধরে নিতে হবে ক্রস ভোট হয়েছে। ভোট গণনার পর জানা গিয়েছে রাজ্য থেকে ৭১ টি ভোট পেয়েছেন দ্রৌপদি মুর্মু। ফলে মনে করা হচ্ছে একটি ক্রস ভোট হয়েছে রাজ্যে। তবে এবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন একটি নয় ৪ টি ক্রস ভোট হয়েছে রাজ্যে। যার মধ্যে ২ টি বাতিল হয়ে গিয়েছে। ২ টি ভোট দ্রৌপদি মুর্মুর পক্ষে গণনা হয়েছে।