নিজস্ব সংবাদদাতাঃ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দ্রৌপদি মুর্মু। তার জয়ে আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। যশবন্ত সিনহাকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়েছেন দ্রৌপদী মুর্মু। প্রায় সব রাজ্যেই ক্রস ভোট হয়েছে। তবে বাংলায় তৃণমূলের দাবি ছিল তৃণমূলের তরফে ভোট পাবে না বিজেপি। বরং বিজেপির ভোট পাবে যশবন্ত সিনহা।
অপরদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বাংলায় বিজেপির ৭০ টি ভোটের বেশি পরলে ধরে নিতে হবে তৃণমূলের ক্রস ভোট এসেছে বিজেপিতে। ভোট গণনার পর দেখা গিয়েছে বাংলায় দ্রৌপদি মুর্মুর পক্ষে ভোট গিয়েছে ৭১ টি। যার ফলে স্পষ্ট হয়েছে ক্রস ভোট হয়েছে বাংলায়। বিরোধীদের ভোট এসেছে বিজেপির ঘরে। তবে কে সেই ভোটদাতা এখনও জানা যায়নি।