দ্রৌপদী মূর্মূর সমর্থনে অভিনন্দন যাত্রা বিজেপির

author-image
Harmeet
New Update
দ্রৌপদী মূর্মূর সমর্থনে অভিনন্দন যাত্রা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে থাকা এনডিএর প্রার্থী দ্রৌপদী মূর্মূর সমর্থনে অভিনন্দন যাত্রা শুরু করলো বিজেপি। বাংলায় রাজনীতির রাজধানীর লালগড় ঝাড়গ্রাম। তাই এখান থেকেই যাত্রা শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উঠে তিনি বলেন যে বিজেপির সাংসদদের থেকে প্রায় ১৫০, আর বিরোধী সাংসদদের ভোট দ্রৌপদী মূর্মূর জয় সুনিশ্চিত করেছে। জিতলে যে ছবি রাষ্টপতি ভবন থেকে দেওয়া হবে সেই ছবি নিয়েপ্রতিটা জায়গায় ধমসামাদল সহযোগে উদযাপন করার ডাক দেন শুভেন্দু। শহীদ দিবস প্রসঙ্গে বলেন, 'জেহাদ দিবস হয়েছে।কোনো তর্পন হয়নি শহীদ স্মরণে। এমনকি নাম পর্যন্ত উচ্চারন করেননি। নেতাই, নন্দীগ্রাম ছিল না।কেউ কালো ব্যাচ পড়েনি। জিএসটি নিয়ে মিথ্যা কথা। কোনো খাদ্য দ্রব্যে জিএসটি বসানো হয়নি। উল্টে বিদ্যুৎ এর দাম বৃদ্ধি নিয়ে কিছু বলেননি। মোদীজি পেট্রোল ডিজেলে কর কমিয়েছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কমাননি।'



 সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু আরো জানান, 'রাষ্ট্রপতি ভোটের মতোই তৃনমূলের অবস্থা হবে ২০২৪ এর লোকসভা নির্বাচনে। আবকিবার মোদী ৪০০ পার।যশোবন্ত সিনহা যে ভাবে রথে চড়ে রাষ্ট্রপতি ভবনে গেছেন, মমতা ব্যানার্জিও সে ভাবে প্রধানমন্ত্রী হবেন। যবে স্যান্ডো গেঞ্জির বুকপকেট হবে, তবে প্রধান মন্ত্রী হবেন উনি।' সিবিআই ইডি প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'চোর ধরো জেল ভরো। কয়লার টাকা অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্ট এ গেছে।আর্থিক অবরোধের ডাক দিয়ে দিল্লি ঘেরাও প্রসঙ্গে জানান যে ওখানে কেজরিওয়ালের পুলিশ নয়। অমিত শাহর পুলিশ। পিটিয়ে ছাল তুলে নেওয়া হবে।'