হরি ঘোষ, রানীগঞ্জ : এবার পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বৃহস্পতিবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের এক বেসরকারি কারখানায় ২০ জন স্থানীয় যুবককে কারখানার বিভিন্ন কাজ কীভাবে করা হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দিতে এক শিবিরের আয়োজন করা হলো ফ্যাক্টরি চত্বরে।
এদিন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুনপ্রসাদ জানান যে পশ্চিম বর্ধমানের তিনটি শিল্প তালুকের তিনটি কারখানায় প্রাথমিক পর্যায়ে ১২০ জন সদস্যকে নিয়ে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উৎকর্ষ বাংলার কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।