নিজস্ব সংবাদদাতা : উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকেই সমর্থন করছে না তৃণমূল। ভোট দানে বিরত থাকবে দল। তৃণমূলের সকল সাংসদ ভোটদানে বিরত থাকার বিষয়ে একমত হয়েছেন বলে ২১ জুলাইয়ের বিকেলে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলেচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে। যেভাবে বিরোধী প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার প্রতিবাদ করছে তৃণমূল। মার্গারেটের পাশে নেই তৃণমূল। এনডিএ প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের পাশেও নেই তৃণমূল। রাতারাতি বৈঠকে শরদ পাওয়ারের বাড়িতে চলে গেল? এর মনে এই নয় যে বিরধী ঐক্য বলে কিছু থাকলো না।ভোট না দিলেই বিরধী ঐক্যে ফাটল?
অভিষেকের কথায়, 'আমাদের দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে বিজেপি বিরোধী শক্তিকে স্বাগত জানাচ্ছি।'