নিজস্ব সংবাদদাতাঃ আপনার সুন্দর চুলে সদ্য রঙ করিয়েছেন? অথচ কয়েকদিন পরেই তার ঔজ্জ্বল্য হারাতে বসেছে? তাহলে জেনে নিন কিভাবে বজায় রাখবেন সেই সৌন্দর্য। ১> রঙ করার পর সেই রঙ মাথায় বসতে কিছুদিন সময় দিন। তারপরে শ্যাম্পু দিয়ে চুল ধোবেন। নাহলে খুব তাড়াতাড়িই চুলের রঙ ফিকে হয়ে যাবে। ২> চুলে আপনি কি ধরণের শ্যাম্পু ব্যবহার করছেন তাও গুরুত্বপূর্ণ। যদি আপনি সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাহলে তা আপনার চুলের জন্য ক্ষতিকর। তাই আপনার সালোঁ থেকেই কিনুন শ্যাম্পু অথবা তাদের পরামর্শ নিয়েই শ্যাম্পু কিনুন। ৩> চুলে রঙ করার পরে অবশ্যই সালফেট মুক্ত কন্ডিশনার এবং চুলের মাস্ক ব্যবহার করুন। ৪> রঙ করার পরে বারবার সালোঁতে না গিয়ে বাড়িতেই চুলের যত্ন নিন। এতে চুল আরও ভালো থাকবে।