নিজস্ব সংবাদদাতাঃ শুভেন্দুর প্রাক্তন-নিরাপত্তারক্ষী খুনের তদন্তে নয়া মোড়। এবার এই ঘটনায় কাঁথি থানার তৎকালীন আইসি-কে ভবানীভবনে তলব করা হল। সেইসঙ্গে তলব করা হয়েছে কাঁথি থানার তত্কালীন এক এএসআই ও এক কনস্টেবলকে। উল্লেখ্য, এই দুজনকে এর আগে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ভবানী ভবনে তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা বলে সূত্র মারফত খবর।