নিজস্ব সংবাদদাতা : চাকরি নিয়ে বাম - বিজেপিকে একযোগে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ‘সিপিএম-এর কাগজের রিপোর্টারদের স্ত্রীরা চাকরি পেয়েছিলেন কোন যোগ্যতায়’? শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মমতার বক্তব্য, ‘‘কাজ করলেই ভুল হয়। কাজ যে করে না, ভুল তার হয় না।’’ বিজেপির উদ্দেশ্যে বলেন,"শুধু গদ্দারের ছেলেমেয়ে, তাদের লোকজন চাকরি পাবে, তাই কি হয়!"
মমতার কথায়, ‘‘আমরা চাই চাকরি হোক। বিজেপি-ই চায় না। তাই পিঁপড়ের মতো কামড় দিয়ে চলেছে। তুমি কি করেছো বাবা! রেল, পাবলিক সার্ভিস কমিশন, কোল ইন্ডিয়া, বিমান পরিবহণ, প্রতিরক্ষা, কোথায় কী ঘটছে তা জানতে বাকি নেই। বলছে বাংলার লোককে চাকরি দেওয়া চলবে না। আমি বলছি আলবাত চাকরি দেব বাংলার মানুষকে। ক্ষমতা থাকলে ঢুকবে। রাস্তা কী করে বার করতে হয়, তা জানি আমি।’’